আপডেট : ১২ November ২০১৮
বলিউডে গুঞ্জন উঠেছিল ১৫ বছরের ছোট ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন সুস্মিতা সেন। আসছে বছরই নাকি বিয়ে করতে যাচ্ছেন তারা। এমন খবরের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন বলিউডের এ অভিনেত্রী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিয়ে জানান দিয়েছেন তিনি। শেয়ার করা ভিডিও ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘সবাই যখন জল্পনা করছে আমি তখন ট্রেনিং করছি। সব গসিপ শেষ হয়ে যাবে। বিয়ে এখনই নয়। তবে রেহমান শল আমার জীবনে অবশ্যই আছে।’ জানা গেছে, দুই মাস ধরে ডেটিং করছেন সুস্মিতা ও রেহমান শল। একটা ফ্যাশন শোতেও দেখা গিয়েছিল তাদের। তারপর তাদের সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক থেকেই বিয়ে করার পরিকল্পনা করছেন তারা। কিন্তু বিয়ের পরিকল্পনায় জল ঢেলে দিলেন সুস্মিতা নিজেই। ৪২ বছর বয়সী সুস্মিতার ২৭ বছর বয়সী প্রেমিক সম্পর্কে এরই মধ্যে পুরো বলিউড জেনে গেছে। এমনকি সুস্মিতার দুই পালক কন্যাও তার সম্পর্কে জানেন। তাদের সঙ্গে রহমান শলের সম্পর্কটাও খুব ভালো। রহমান শলের পেশা ভারতীয় মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। পাশাপাশি চেষ্টা করে যাচ্ছেন বলিউডের ছবিতে পা রাখার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১