বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০১৮

নতুন পরিচয়ে ঈশিতা

অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা সংগৃহীত ছবি


এবার শিক্ষকতা পেশার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। সাউথউস্ট ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। অভিনয়, নাচ, নির্দেশনার বাইরে শিক্ষকতার মতো মহান পেশাকে ভীষণ উপভোগ করছেন ঈশিতা।

ঈশিতা বলেন, ‘যদিও মাত্র কিছুদিন হলো শিক্ষকতা শুরু করেছি কিন্তু এটা সত্যি যে, আমি ভীষণ উপভোগ করছি এই পেশা। শিক্ষকতা মহান পেশা, শিক্ষার্থীদের পড়াতে এসে তাদের শ্রদ্ধা-ভালোবাসা এই পেশার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে আমার। প্রতিদিনই নতুন আমাকে আবিষ্কার করছি আমি। আবার এটাও সত্য যে, এই পেশার জন্য নিজেকেও অনেক স্টাডি করতে হয়, অনেক কিছুই জানতে হয়। তবে যাই বলি না কেন আমি অন্য রকম এক আনন্দ পাচ্ছি।’

এদিকে, গেল ১১ অক্টোবর চ্যানেল আইয়ে প্রকাশিত হয়েছে ঈশিতার গাওয়া নতুন গান ‘তোমার জানালায়’। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। এসবের বাইরে বর্তমানে নজরুল একাডেমির ইদ্রিস আলীর কাছে নিয়মিত সঙ্গীত তালিম নিচ্ছেন ঈশিতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১