বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০১৮

মনোনয়ন ফরম বিক্রি

তিন দিনে আওয়ামী লীগের আয় ১০ কোটি টাকা


একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি করে তিন দিনেই তহবিলে প্রায় ১০ কোটি টাকা জমা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত নৌকা প্রতীকপ্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করে এ টাকা আয় করেছে দলটি। মনোনয়ন ফরম বিক্রি আজ সোমবারও চলবে।

রোববার পর্যন্ত তিন দিনে ৩২৯৬টি মনোনয়ন ফরম বিক্রির তথ্য দিয়েছে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের দফতর। আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়। প্রথম দিনে আট বিভাগ মিলিয়ে মাট ১৩২৯ জন মনোনয়ন ফরম কেনেন, দ্বিতীয় দিন শনিবার বিক্রি হয় ১১৩২টি ফরম। রোববার মনোনয়ন ফরম কিনেছেন ৮৩৫ জন। ৩২৯৬টি মনোনয়ন ফরম বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১