বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৮

বৈশাখী ভাতা প্রদান ও বেতনের পাঁচ শতাংশ বৃদ্ধির ঘোষণা

নাটোরে বেসরকারী শিক্ষকদের আনন্দ র‌্যালি ও সমাবেশ

বেসরকারী শিক্ষকদের আনন্দ র‌্যালি ছবি : বাংলাদেশের খবর


বৈশাখী ভাতা প্রদান ও বেতনের পাঁচ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নাটোরে  বিভিন্ন বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে। রেববার সকাল সাড়ে ১১ টার দিকে স্বাধীনতা শিক্ষক পরিষদ ও শিক্ষক কর্মচারী  ঐক্য পরিষদের ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে সংগঠনের সদস্যরা সমাবেশ করে।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান,  সাধারণ সম্পাদক জুলফিকার আলী, শিক্ষক কর্মচারী  ঐক্য পরিষদের নেতা আব্দুল হাকিম প্রমুখ। সমাবেশ শেষে তারা একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। শিক্ষকরা তাদের বৈশাখী ভাতা প্রদান ও বেতনের পাঁচ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১