বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৮

মুক্তি পেয়েছে ‘দ্য ক্লে’


ইউটিউবে মুক্তি পেয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন ও পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ক্লে’। হুমায়ন কবীরের মূল ভাবনায় ‘দ্য ক্লে’র গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন আসমা শাওন। ১৫ মিনিটের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এমএইচএম মুবাশশির। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর ফারুক, শামীম হাসান সরকার, মাকসুদা তিশা, আহমেদ রিপন, শারমিন শিমু, আমিন আকবরী প্রমুখ। জলছবি ফিল্মস ও আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘দ্য ক্লে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জুলফিকার জাহেদী ও এমএইচএম. মুবাশশির।

জাহেদী জানান- প্রকৃতি, পরিবেশ ও সময়ের ব্যবধানের স্রোতে ভেসে গেছে বাংলার কৃষ্টি-সংস্কৃতি। ফলে বাংলায় ঢুকে গেছে অপসংস্কৃতি। আগেকার বাঙালি সারা দিন শত খাটুনির পর ক্লান্ত হয়েও অপেক্ষায় থাকত একটি সন্ধ্যার জন্য। কখন হবে সন্ধ্যা। আর কখন শুনবে মাটির গান, জুড়াবে তাদের প্রাণ। এখনকার মানুষ গান শোনার সময় পায় না। শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে গেছে বিদেশি টিভি চ্যানেল। আজ কাদামাটির দেশে প্রবেশ করেছে পোড়ামাটি। এ পোড়ামাটি আজ পুড়ে তেল করে দিচ্ছে বাঙালির রক্ত-মাংস। ‘দ্য ক্লে’ এমনই একটি জীবন ও বাস্তবতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১