বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৮

রৌদ্র ছায়ায় ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী সংগৃহীত ছবি


‘মধুর ক্যান্টিন’ শিরোনামের একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। এবার বুলবুল জিলানীর ‘রৌদ্র ছায়া’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে ওমর সানী হিসেবেই দর্শকের সামনে হাজির হবেন তিনি।

এ প্রসঙ্গে পরিচালক বুলবুল জিলানী বলেন, ‘আমরা একজন সুপারস্টার ওমর সানীকেই আমাদের ছবিতে দেখাব। ছবির শুরুটাই হবে তাকে দিয়ে। তার গল্প বলার শুরু দিয়েই ছবির কাহিনী শুরু হবে। আমরা চেষ্টা করছি ওমর সানীকে তার হিরোইজম বজায় রেখে উপস্থাপন করার।

ছবিতে অভিনয় করা প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘বুলবুল জিলানী আমার বন্ধু। তার বিশেষ অনুরোধেই এই ছবিতে কাজ করা। জিলানী আমাকে একজন নায়ক হিসেবে এই ছবিতে যে সম্মান দেখানোর চেষ্টা করবে, তার সেই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমার বিশ্বাস ছবির শুরুটা দর্শকের কাছে অনেক চমকের হবে। এটা সত্য যে, শুধু আমার বন্ধু বুলবুল জিলানীর কথা ভেবেই এই ছবিতে আমি অভিনয় করতে যাচ্ছি। অনেক শুভ কামনা রৌদ্র ছায়ার পুরো ইউনিটের জন্য, আমার বন্ধু বুলবুল জিলানীর জন্য।’

ডিভাইন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘রৌদ্র ছায়া’ ছবির কাহিনী লিখেছেন সেলিনা চৌধুরী। আগামী সপ্তাহে বিএফডিসিতে এই ছরিব চিত্রায়ণে অংশ নেওয়ার কথা রয়েছে ওমর সানীর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১