আপডেট : ১০ November ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। আজ শনিবার বিকাল সোয়া ৫টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয় এ বৈঠক। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান অংশ নিয়েছেন। স্থায়ী কমিটি বৈঠকের পরপরই বসবে ২০ দলীয় জোট। সেখানেই নির্বাচনের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। এদিকে রাত সাড়ে ৮টায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকও হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকটি কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, বৈঠকে তফসিল পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বের একাদশ নির্বাচনের ভোট।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১