বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০১৮

কাঠালিয়ায় বোমা ও গুলি ছুড়ে ডাকাতি, আটক দুই

কাঠালিয়ায় আহত অবস্থায় আটককৃত দুই ডাকাত ছবি : বাংলাদেশের খবর


ঝালকাঠির কাঠালিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৩ টার দিকে উপজেলা দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আট দশ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল প্রথমে ওয়াজেদ হাওলাদারের পুত্র হাবিব হাওলাদারের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮২ হাজার টাকা, জমির দলিল, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এরপর একই এলাকার পারভেজ হাওলাদারের বাড়িতে ডাকাতিকালে এলাকাবাসী ধাওয়া করে।

কাঠালিয়া থানা পুলিশের সাহায়তায় বরগুনা জেলার বেতাগী উপজেলা আঃ জলিল (৪০) ও খুলনা জেলার ফুলতলা গ্রামের শহিদ মীর (৫৫) নামে দুই ডাকাতকে আটক করে এলাকাবাসী। তবে বাকীরা পালিয়ে যায়। আটককৃত দুই ডাকাতকে উপজেলার আমুয়া হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। মো. পারভেজ জানায়, ডাকাতদল তার ঘর থেকেও নগদ টাকা ও জমির দলিলসহ বেশকিছু মালামাল নিয়ে গেছে।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে ককটেল, দেশীয় অস্ত্র ও আটককৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কাঠালিয়া থানায় ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজাপুর-কাঠালিয়ার এএসপি মো. মোজাম্মেল হক রেজা। এ সময় কাঠালিয়া থানার ওসি (তদন্ত) আ. ছালাম উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১