বাংলাদেশের খবর

আপডেট : ০৯ November ২০১৮

রিয়ালের বড় জয়


ফরাসি তারকা করিম বেনজেমার জোড়া গোলে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে চেক ক্লাব ভিক্টোরিয়া প্লজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে দুই গোল করে বেনজেমা রিয়ালের হয়ে ২০০তম গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন। নতুন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে এটি ছিল রিয়ালের প্রথম ইউরোপিয়ান ম্যাচ। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রিয়াল ‘জি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে।

২০ মিনিটে একক প্রচেষ্টায় রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। যদিও গোলটির আগে মিলান হাভেলকে কনুই দিয়ে সার্জিও রামোসের আঘাত করার বিষয়টি খুব একটা বড় চোখে দেখেননি জার্মান রেফারি ডেনিস আয়াটেকিন। তিন মিনিট পর কাসেমিরো সফরকারীদের ব্যবধান দ্বিগুণ করেন। ৩৭ মিনিটে বেনজেমা নিজের দ্বিতীয় গোল করার তিন মিনিট পর গ্যারেথ বেলকে দিয়ে দলের চতুর্থ গোলটি করিয়েছেন। ৬৭ মিনিটে টনি ক্রুস শেষ গোলটি করলে রিয়ালের বড় জয় নিশ্চিত হয়।

এই জয়ে রিয়ালের শেষ ষোলোতে যাওয়া এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। রিয়ালের সঙ্গে রোমাও চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

রিয়ালের হয়ে ২০০তম গোলের মাইলফলক স্পর্শ করে বেনজেমা ক্লাবের ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব দেখালেন। তার আগে এই কৃতিত্ব অর্জনের মধ্যে অন্যতম হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, রাউল গনজালেস, আলফ্রেডো ডি স্টিফানো। গত দুই মাসে গোলমুখে বার বার ব্যর্থ হওয়া এই তারকা সব ধরনের প্রতিযোগিতায় শেষ পাঁচটি ম্যাচে চার গোল করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১