আপডেট : ০৭ November ২০১৮
জেলার সাটুরিয়া উপজেলার দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবকসহ চারজনকে আসামী করে মামলা করেছে মেয়েটির পিতা। বিষয়টি সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানায়, উপজেলার কান্দাপাড়া ফুকুরহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ২৮ অক্টোবর বিকেলে স্কুলের পাশে প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি। পরে ১২ দিন নিখোঁজ থাকার পর মেয়েটি পরিবার জানতে পারে তাকে হরগজ গ্রামের আব্দুল মালেক নামে এক বখাটে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় মেয়েটির পিতা মঙ্গলবার রাতে সাটুরিয়া থানায় অভিযুক্ত মালেকসহ চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ‘বিষয়টি প্রেম ঘটিত হতে পারে। অধিক গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১