বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০১৮

জন্মদিনে মুক্তি পেল ‘আহা রে’র ফার্স্ট লুক

‘আহা রে’র একটি দৃশ্য ছবি : ইন্টারনেট


উইকিপিডিয়া বলছে তার বয়স ৪৬ বছর। তিনি অর্থাত্ ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ তিনি বার্থ ডে গার্ল। প্রতিটা জন্মদিনই স্পেশ্যাল। তবে এ বছর একটু বেশিই স্পেশ্যাল ঋতুপর্ণার কাছে। কারণ আজই মুক্তি পেল তার আসন্ন ছবি ‘আহা রে’র ফার্স্ট লুক। ‘আহা রে’র পরিচালনার দায়িত্বে রয়েছেন রঞ্জন ঘোষ। তিনি বলেন, ‘ঋতুদি’কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ যে ফার্স্ট লুক রিলিজ হল, এটা ঋতুদি খুব একটা জানত না। ফলে এটা আমাদের তরফে একটা উপহার বলতে পারেন।’

‘আহা রে’র বিষয় কী? জানতে চাইলে রঞ্জন বলেন, ‘আহার থেকে আহা রে। আবার আহা রে বলতে ইমোশনও বোঝায়। ঢাকার এক মুসলিম বাঙালি শেফ এবং কলকাতার এক বাঙালি হিন্দু হোম কুকের দেখা হওয়া-এই নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। পরিচালকের কথায়, ‘এই দু’জনই খেতে এবং রান্না করতে ভালবাসে। খাবার এবং রান্নার মধ্যে যে শিল্প আছে তার প্রতি এরা দু’জনেই কমিটেড। এটা প্রেমের গল্প তো বটেই, সঙ্গে স্ট্রাগল, রেসপন্সিবিলিটির কথাও বলা হচ্ছে। আসলে আমাদের প্রত্যেকের ধর্মের পরিচয়গুলো কতটা ব্যাকসিটে থাকা উটিত, এগুলো যে একেবারেই ম্যাটার করা উচিত নয়, সে নিয়েই গল্প।’

ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আরফিন শুভ। সবকিছু ঠিক থাকলে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত এই ছবি আগামী বছরের শুরুতে মুক্তি পাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১