বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০১৮

উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপি

সরকার কৃষি ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছে


একসময় বাংলাদেশের অনেক জায়গা পতিত থাকত। সেখানে কোনো ফসল ফলানো হতো না। এখন আর সেদিন নেই। চারদিকে তাকালে প্রকৃতি অপরূপে সবুজ আর সবুজ। কৃষকরা মাঠে মাঠে ফসল ফলিয়ে মাঠ ভরে তুলছে। সরকার কৃষকদের নানা ভর্তুকি দিয়ে কৃষি সরঞ্জামসহ সার, বীজ, নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছে। সম্প্রতি মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের প্রণোদনা কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি এসব কথা বলেন।   

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৩৮৩ কৃষকের ৭০ জনকে ২ কেজি করে ভুট্টা বীজ, ১৫০ জন বোরো চাষিকে ৫ কেজি করে বোরো বীজ, ১৬০ জন সরিষা চাষিকে ১ কেজি করে বীজ এবং ৩ জন বিটি বেগুন চাষিকে ২০ গ্রাম করে বীজ এবং প্রত্যেককে ডিএমপি সার ২০ কেজি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১