বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০১৮

ফের সংলাপে অংশ নিতে গণভবনে ঐক্যফ্রন্ট নেতারা

আবারও সংলাপে অংশ নিতে গণভবনে ঐক্যফ্রন্ট নেতারা ছবি : সংগৃহীত


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে গণভবনে পৌছেছেন ঐক্যফ্রন্টের নেতারা।

বুধবার সকাল সাড়ে ১০ টার পর তার গণভবনে পৌঁছান।

এর আগে বুধবার সকালে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে চার নেতা গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন। তারা হলেন ড. কামাল হোসেন, মোস্তাফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী ও সুলতান মোহাম্মদ মনসুর।

মির্জা ফখরুল ইসলামসহ বাকি নেতারা পথে যোগ দেন। বিএনপির পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণকারী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়ে গণভবনে পৌঁছান।

এ ছাড়া জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজ নিজ বাসা থেকে রওনা হয়ে গণভবনের সংলাপে যোগ দেন।

আজকের সংলাপে ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি ১০ জন হলেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

উল্লেখ্য, সংবিধানের মধ্যেই সমাধানের অংশ হিসেবে ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১