বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০১৮

ফুলবাড়ীতে নৌকায় ভোট চাইছেন সাবেক এমপি জাফর আলী

নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে মোনাজাত ছবি : বাংলাদেশের খবর


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ জাফর আলী। আজ মঙ্গলবার দুপুরে ওই ভবন উদ্বোধনের সময় সাবেক এমপি (কুড়িগ্রাম-২) ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ মোঃ জাফর আলী নৌকার পক্ষে ভোট চান।

ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি সফিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি ফুলবাড়ীর  শেখ হাসিনা ধরলা সেতুসহ সারাদেশে সরকারের উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘দেশের উন্নতির ধারা অব্যাহত রাখতে হলে আবারো শেখ হাসিনা সরকারের নৌকাতে ভোট দিতে হবে।’ সভায় আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সহ-সভাপতি চাষী এমএ করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, যুবলীগ সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, মাদ্রাসার সুপার আমজাদ হোসেন প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১