বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০১৮

কক্সবাজার থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার


কক্সবাজারের পেকুয়া থেকে অপহরণের প্রায় আড়াই মাস পর চট্টগ্রামে নাঈমুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার ভোরে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারীকে। তারা হলেন মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ পারভেজ।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, কক্সবাজারের পেকুয়া থেকে নাঈমুল হাসানকে গত ১৮ আগস্ট অপহরণ করে দূর্বৃত্তরা। এ ঘটনায় র‌্যাবের কাছে অভিযোগ অভিযোগ করেন নাইমুলের বাবা আব্দুল হাই।  অভিযোগ পেয়ে র‌্যাব শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। মঙ্গলবার ভোরে বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি কক্ষ থেকে ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় সোহেল ও পারভেজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি এবং ওই শিশুকে কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১