আপডেট : ০৫ November ২০১৮
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় মিনি কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত ব্যাক্তির নাম মজনু (৩২)। তিনি ফেনীর ফুলগাজী এলাকার কিছমত বিজয়পুর গ্রামের আবুল খায়েরের ছেলে। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাবিব জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় ঢাকাগামী মিনি কাভার্ডভ্যানের(ঢাকামেট্রো-ম-৫১-৫৩৭২) একটি চাকা পাংচার হয়। চালক মজনু নতুন চাকা লাগানোর জন্য যন্ত্রাংশ নামানোর সময় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। লাশ ও দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান উদ্ধার শেষে মিয়াবাজার ফাঁড়িতে রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১