আপডেট : ০৪ November ২০১৮
চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় রোববার সকাল থেকে ছিল গ্যাস সংকট। সিলেটের বিবিয়ানা গ্যাস ফিল্ডে প্রধান লাইনে ক্রটির কারণে চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে দিনভর নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভোগান্তি ছিল চরমে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের (কেজিডিসিএল) ম্যানেজার (কাস্টমার অ্যান্ড মেইনটেইনেস) অনুপম দত্ত জানান, সিলেটের বিবিয়ানা গ্যাস ফিল্ডের প্রধান লাইনে ত্রুটি দেখা দিয়েছে। যার প্রভাবে চট্টগ্রামে গ্যাস সঞ্চালনে সমস্যা হচ্ছে। বিবিয়ানায়ত্রুটি সারাতে কাজ শুরু হয়েছে। এরপর চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এদিকে রোববার সকাল থেকে নগরীর কোতোয়ালী, জামালখান, আসকার দীঘির পাড়, চকবাজার, বাকলিয়া, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না।এতে ভোগান্তি হয়েছে নগরবাসীর। রান্না করতে না পেরে দুপুর থেকে ওই হোটেলগুলোকে ভিড় জমিয়েছেতারা।হঠাৎ ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় খাবার সরবরাহ করতে হিমশিম খেতে হয়েছে হোটেলগুলোকেও।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১