আপডেট : ০৪ November ২০১৮
মাগুরার ঐতিহ্যবাহী কাত্যয়নী পূজা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়। সভায় জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস, জেলা পূজা উদপান পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, তরুণ ভৌমকি, কনক কান্তি সাহা, সাংবাদিক লিটন ঘোষ প্রমুখ। সভায় জানানো হয়, আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে এ পূজা উৎসব। জেলায় এ বছর মোট ৭৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ৩৯টি, শ্রীপুর উপজেলায় ১১টি, মহম্মদপুর উপজেলায় ৬টি ও শালিখা উপজেলায় ২০টি। এর মধ্যে পূজার মূল আকর্ষণ থাকবে পৌরসভার ১৪টি মণ্ডপকে ঘিরে। আগামী ১৮ নভম্বের এ পূজা উৎসব শেষ হবে। পূজা উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১