বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

জামালপুরে ভূয়া প্রশ্নপত্র বিক্রি চক্রের ৪ সদস্য গ্রেফতার

ভূয়া প্রশ্নপত্র তৈরি ও বিক্রিকারী প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার জামালপুর র‌্যাব-১৪ ছবি : বাংলাদেশের খবর


জেএসসির ভূয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রিকারী প্রতারক চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪ । গতকাল শনিবার রাত ১২টায় শেরপুরের কামারের চরের চর ভাবনা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে কামারেরচর উম্মে সালমা বিদ্যা নিতেনের ১০ শ্রেণীর ছাত্র মনোয়ার হোসেন বুলবুল, একই শ্রেণীর ছাত্র সাইমুন আহম্মেদ মিলন, কামারেরচর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সোহাগ রানা, এবং বিকাশ ব্যবসায়ী শফিকুল ইসলাম । তাদের কাছে থেকে ৪ টি মোবাইল ফোন ও ভুয়া প্রশ্নপত্রের কপি উদ্ধার করা হয়েছে । তাদের সকলের বাড়ি শেরপুর সদর উপজেলার কামারেরচর চর ভাবনা গ্রামে ।

র‌্যাব-১৪ জামালপুর এর কোম্পানী কমান্ডার মাহফুজুর রহমান শনিবার রাত ১২ টায় সাংবাদিকদের জানান, চলতি জেএসসি পরীক্ষায় দেশের কোথাও কোন প্রশ্নপত্র ফাঁস না হলেও এই চক্রটি ফেসবুকে ভূয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রি করে আসছিল । এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১