আপডেট : ০৩ November ২০১৮
গতকাল মুক্তি পেয়েছে এমএ সাখাওয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘আসমানী’। ছবিটি দেখার জন্য দর্শকদের প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানিয়েছেন এর নায়ক বাপ্পী চৌধুরী। তিনি বলেন, আসমানী একটি পরিচ্ছন্ন ছবি। বিনোদনপ্রিয় দর্শকরা এটা দেখে খুবই মজা পাবেন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখুন। দেশের ৩৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘আসমানী’। কবি জসীমউদ্দীনের লেখা ‘আসমানী’ কবিতার ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে এটি। ছবিতে নায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা সুস্মি রহমান। বাপ্পী আরো বলেন, বর্তমানে চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে। কিছুদিন আগে আমার ‘নায়ক’ শিরোনামে একটি ছবি মুক্তি পেয়েছে। সবাই আমার সিনেমাটি পছন্দ করায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের বলতে চাই, ‘আসমানী’ ছবিটিও আপনাদের ভালো লাগবে। তবে এই ছবিটি অন্য অনেক ছবি থেকে ব্যতিক্রম। ভালো লাগার মতো অনেক উপাদান আছে এই ছবিতে। পরিচালক এমএ সাখাওয়াত হোসেন বলেন, আমি ছবিটি দেখাতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। কারণ, এর আগে বেশ কয়েকবার ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি দিতে পারিনি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সিনেমা হলে এসে ছবিটি দেখুন। মৌলিক গল্পের দেশি ছবিকে উৎসাহ দিন। আমি অনেক যত্ন করে ছবিটি নির্মাণ করেছি। আপনাদের ভালো লাগবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১