আপডেট : ০৩ November ২০১৮
আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিয়ে হবে ইতালির বিলাসবহুল লেক কোমোতে। আর এই বিয়েতে থাকছে অনন্য সব খাবারের আয়োজন। ইন্ডিয়া টু ডের প্রতিবেদনে জানানো হয়, তাদের বিয়ের খাবারের প্রতিটি মেন্যু থাকবে একেবারে অনন্য ও ভিন্নধর্মী। এরই মধ্যে বাবুর্চির সঙ্গে বিয়ের খাবারের বিষয় নিয়ে একটি চুক্তিও করে ফেলেছেন তারা। সেই চুক্তিপত্রে বলা আছে, দীপিকা-রণবীরের বিয়ের প্রতিটি খাবারের রান্না হতে হবে একেবারে ভিন্ন। শুধু তা-ই নয়, এই ভিন্নধর্মী খাবারগুলো যেন ভবিষ্যতে অন্য কোথাও আর রান্না না করেন এমন চুক্তিও ওই বাবুর্চির সঙ্গে করে রেখেছেন তারা। ওই ঘনিষ্ঠ সূত্র থেকে আরো জানা যায়, দীপিকা-রণবীর তাদের বিয়ের জন্য সবচেয়ে ভালো জিনিসটাই করতে চান। বিয়ের কেনাকাটার জন্য ইতালির বিলাসবহুল ব্যান্ড ‘ভারসাচি’র বেশ কিছু পণ্য পছন্দ করে রেখেছেন বলেও জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১