আপডেট : ০২ November ২০১৮
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ভারপ্রাপ্ত কোচ সান্তিয়াগো সোলারির অভিষেকটা হলো চমৎকার। প্রথম ম্যাচে দাপুটে জয়ের স্বাদ পেয়েছেন এ আর্জেন্টাইন কোচ। বুধবার কোপা দেল রের শেষ ৩২-এর প্রথম লেগে ইউনিয়ন দেপোর্তিভো মেলিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। গত রোববার বার্সেলোনার কাছে ৫-১ গোলে লা লিগায় হারের পর দিন রিয়াল বরখাস্ত করে জুলেন লোপেতেগুইকে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন সোলারি। প্রথম ম্যাচেই গ্যারেথ বেল, লুকা মডরিচ ও টনি ক্রুসকে বসিয়ে রেখে দল সাজান তিনি। অধিনায়ক সার্জিও রামোস ও করিম বেনজেমাকে একাদশে রেখেছিলেন। তবে দলের সাফল্যে দারুণ নৈপুণ্য ছিল লোপেতেগুইয়ের দলে উপেক্ষিত থাকা ভিনিসিয়াস জুনিয়র। চতুর্থ সারির প্রতিপক্ষের বিপক্ষে ২৮ মিনিটে গোলমুখ খোলেন বেনজেমা। আলভারো ওদ্রিজোলার অ্যাসিস্টে খুব কাছ থেকে ঠিকানা খুঁজে পান ফরাসি ফরোয়ার্ড। ভিনিসিয়াসের দারুণ চেষ্টায় মার্কো অ্যাসেনসিও প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস তৃতীয় গোলের একেবারে কাছে ছিলেন। কিন্তু তার শট ক্রসবারে লেগে ফিরে এলে সেটাকে গোল বানান ওদ্রিজোলা। বদলি নামা ক্রিস্তো গনজালেস ইনজুরি সময়ে করেন চতুর্থ গোলটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১