আপডেট : ০২ November ২০১৮
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের চাপায় এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে মহিপাল থানার ওসি আবদুল আউয়াল ঘটনার ব্যপারে নিশ্চিত করেন। নিহত সাইফুল ইসলাম (৩৪) ফেনী শহরের হাজারি সড়ক এলাকার কামাল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী বলেন, সাইফুল বেপরোয়া গতিতে বাইক চালিয়ে লিংক রোড থেকে মহাসড়কে ওঠে এবং চট্টগ্রাম থেকে ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১