আপডেট : ০২ November ২০১৮
সাভারের আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়ার জামগড়ার মোল্লা বাজারে এ দূর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আরব আলী (৪৫), তার স্ত্রী হাসিনা বেগম (৩৮), তাদের ছেলে আব্দুর রউফ (২৫), ছেলের বউ রিপা (২২) এবং নাতনি আয়াশা মনি (২)। রিপার বোন আশা জানান, তারা গার্মেন্টসে কাজ করেন, আর আরব আলী ব্যবসা করেন। আজ সকালে তার বোনের শাশুড়ি (হাসিনা বেগম) রান্না ঘরে গিয়ে চুলা ধরাতে গেলে বিকট শব্দ হয় এবং আগুন ধরে যায়। রান্না ঘরে গ্যাসের চুলার পাশাপাশি সিলিন্ডারও ছিল বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি আশা। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আশুলিয়ার ঘটনায় দগ্ধরা চিকিৎসাধীন আছেন। তবে এ দূর্ঘটনায় কার কত শতাংশ পুড়ে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১