বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

গোয়ালন্দে মঞ্জু হত্যা মামলা আসামী গ্রেফতার

মানচিত্রে রাজবাড়ী সংগৃহীত ছবি


রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত মঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামী সুমন কুমার সাহা(২৫)কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের বিজয় বাবুর পাড়া মহল্লার ননী গোপাল সাহার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মঞ্জু হত্যাকান্ডের পর থেকেই পুলিশ সুমনকে আটকের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কালাই গোপালপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

গত ২৭ অক্টোবর উপজেলার দৌলতদিয়া আক্কাস আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আইনউদ্দিন ব্যাপারীপাড়া মরাপদ্মা নদীর পাড় থেকে মঞ্জু শেখ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার মুখের নিচে, ঠোঁটের ওপরে ও মাথায় ধারালো অস্ত্রের কোপানোর চিহ্নসহ পায়ের রগ কাটা ছিল। এ ঘটনার একদিন পর মঞ্জুর বাবা বাবলু শেখ বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১