বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

দাগনভূঁঞায় বর্নাঢ্য আয়োজনে যুব দিবস পালিত

জাতীয় যুব দিবসের আলোচনা সভা সংগৃহীত ছবি


দাগনভূঁঞা (ফেনী) প্রতিনিধি

‘জেগেছে যুব গড়বে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঁঞায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক বর্নাঢ্য বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার শেফালী। যুব উন্নয়ন দপ্তর দাগনভূঁঞা শাখার ক্রেডিট সুবারভাইজার নেজামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মানিক রতন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, তরুন সংঘের সাবেক সভাপতি ইয়াকুব রকি প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০জন যুব ঋন গ্রহীতার মাঝে ১৪ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১