বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

এটা বাংলা নয়, আসাম

সঙ্গীতশিল্পী শান সংগৃহীত ছবি


ভারতের আসাম রাজ্যে বাংলা গান গাইতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন সঙ্গীতশিল্পী শান। একটানা হিন্দি গান গাওয়ার ফাঁকে একসময় বাংলা গান গাইতে শুরু করলে মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে উড়ে আসে কাগজের বল ও পাথর। দর্শকরা চিৎকার করে বলতে থাকেন, ‘এটা বাংলা নয়, আসাম।’

এর পরই হতভম্ব শান গান থামিয়ে দেন। দর্শকদের উদ্দেশে তিনি ক্ষুব্ধ স্বরে চিৎকার করে ওঠেন। ‘এটাকে রাজনৈতিক সভা বানানোর চেষ্টা করবেন না, আমি একজন শিল্পী। শিল্পীর কোনো দেশ বা রাজ্য হয় না। সঙ্গীতেরও হয় না। একজন শিল্পীর সঙ্গে এ রকম করবেন না,’ এ কথা বলেই মঞ্চ থেকে সোজা নেমে যান শান।

গত সোমবার সন্ধ্যায় ভারতের আসাম রাজ্যের গৌহাটির সারুসাজাই স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। যদিও ঘটনার পর উদ্যোক্তাদের অনেক অনুনয়-বিনয়ের পর ফের মঞ্চে ওঠেন শান। গায়ে জ্বর নিয়েই উদ্যোক্তাদের অনুরোধে অনুষ্ঠান শেষ করেন তিনি।

তবে এ ঘটনার পরই শান টুইটারে ক্ষোভ ঝাড়েন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমার এই প্রতিবাদ কোনো একজন দর্শকের বা কোনো একটি অংশের জন্য নয়। যারা আঞ্চলিক বিভাজন নীতিতে বিশ্বাস করেন, তাদের বিরুদ্ধেই আমার এই প্রতিবাদ। আমি আশা করব, আগামী প্রজন্ম এই ধরনের বিভাজনের ফাঁদে পা দেবেন না।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১