আপডেট : ০১ November ২০১৮
কানাডার নোভা স্কশিয়ায় অনুষ্ঠিত ‘লিভারপুল ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৮’-তে অংশ নিয়ে পুরস্কার জিতে নিয়েছে লোক নাট্যদল প্রযোজিত নাটক ‘কঞ্জুস’। উৎসবে ‘আউটস্ট্যান্ডিং সাপোর্টিং অ্যাক্টর’ এবং ‘আউটস্ট্যান্ডিং ভিজ্যুয়াল প্রডাকশন’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় ‘কঞ্জুস’। বিশ্বের দশটি দেশের মধ্যে বাংলাদেশ ৪টি ক্যাটাগরিতে মনোনয়ন পায়। আউটস্ট্যান্ডিং মেইল অ্যাক্টর ক্যাটাগরিতে মনোনয়ন পায় স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, আউটস্ট্যান্ডিং সাপোর্টিং অ্যাক্টর ক্যাটাগরিতে আজিজুর রহমান সুজন এবং মাস্উদ সুমন মনোনয়ন পায়। অন্যদিকে আউটস্ট্যান্ডিং ভিজ্যুয়াল প্রডাকশন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘কঞ্জুস’। ‘কঞ্জুস’ লোক নাট্যদলের দর্শক নন্দিত প্রযোজনা। নাটকটি রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। ২০ অক্টোবর লিভারপুলের ঐতিহ্যবাহী ‘এস্টর থিয়েটার স্টেজ’-এ কঞ্জুসের ৭১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১