বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের সংলাপ ৫ নভেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছবি: সংগৃহীত


ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও বি চৌধুরীর বিকল্পধারার পরে এবার গণভবনে সংলাপে বসার আমন্ত্রণ পেলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিও। আগামী ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় হুসেইন মুহম্মদ এরশাদকে সময় দিয়েছেন তিনি।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংলাপের চিঠি নিয়ে যান আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও তথ্য-গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

এর আগে, একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন সম্মিলিত জাতীয় জোট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এ চিঠি কার্যালয়ে পৌঁছে দেন এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।

প্রধানমন্ত্রীকে দেয়া ওই চিঠিতে এরশাদ লিখেন, সংলাপের উদ্যোগ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে। জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হলে অনুকূল পরিবেশকে আরও উজ্জ্বল করবে।

এর আগে, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে সংলাপে বসতে চিঠি দেয়া হলে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সংলাপে বসবেন বলে জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে এবং এরপরের দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিকল্পধারার সঙ্গে গণভবনে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১