বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০১৮

এই রায় সব রাজনীতিবিদদের জন্য মেসেজ : মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছবি : সংগৃহীত


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়টি সব রাজনীতিকের জন্য একটি মেসেজ বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার (৩০ অক্টোবর) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবে আলম বলেন, এই রায় নিশ্চয়ই একটি ইঙ্গিত বহন করে যে, রাষ্ট্রক্ষমতায় থেকে কেউ যদি অন্যায় করে, তবে সে কোনও আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। তাই এই রায় রাজনীতিকদের জন্য একটি মেসেজ।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়াসহ মোট তিন আসামির পক্ষে হাইকোর্টে আপিল দায়ের করা হয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে একটি রিভিশন আবেদন করে। মঙ্গলবার হাইকোর্ট ডিভিশন মামলাটি নিষ্পত্তি করেছেন। হাইকোর্টের একটি বেঞ্চ রায় দিয়ে আসামিদের তিনটি আপিল খারিজ করে দিয়েছেন এবং দুদকের রিভিশন মঞ্জুর করে খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন। ফলে এই রায়ের মাধ্যমে হাইকোর্টে এই মামলাটির পরিসমাপ্তি ঘটলো।

মামলাটির পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে, সে বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সাধারণত হাইকোর্টের রায়ের পর ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে। তবে আপিল করা হবে কিনা সে বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন। এটা তাদের বিষয়।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১