বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০১৮

নারায়ণগঞ্জে ধর্মঘটের প্রভাবে পরিবহন চলাচল বন্ধ

নারায়ণগঞ্জে গণগরিবহন বন্ধ থাকায় মহাসড়কে নিষিদ্ধ যানবাহন ছিল অবাধে নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো ছবি


নারায়ণগঞ্জে পরিবহন ধর্মঘটের প্রভাবে অচল হয়ে পড়েছে বন্দর নগরী। টানা দ্বিতীয় দিন সোমবার শ্রমিকেরা রাস্তায় না নামলেও বন্ধ ছিল গণপরিবহন। সড়ক ও মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকায় নিষিদ্ধ যান চলাচল ছিল সবচেয়ে বেশী। তাছাড়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের ড্রেসে পোড়া মবিল ছুঁড়ে মারা, গাড়ি ভাঙচুর সহ অ্যাম্বুলেন্স আটকের ফলে শিশু মৃত্যুর ঘটনায় দোষী আন্দোলনকারী পরিবহন শ্রমিকদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী নারায়ণগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন

সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা ওইসব দাবি জানান। এতে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী শাহরিয়ার শুভ্র বলেন, পরিবহন মলিক শ্রমিকেরা নির্দিষ্ট কিছু দাবিতে ধর্মঘট শুরু করেছে। কিন্তু পরিবহন ধর্মঘটের নামে তারা যে সারা দেশে নৈরাজ্য শুরু করেছে আমরা এর জবাব চাই। কেন তারা আমাদের বোনের ড্রেসে কালি ছুঁড়ে মারা হবে। কেন বাসের জানালা ভাঙচুর করা হবে। সাত দিনের শিশুবাহী অ্যাম্বুলেন্স আটকে দেয়ার ফলে শিশুটির মৃত্যুর দায় কে নিবে আমরা সেটা জানতে চাই।

রাস্তায় নামেনি শ্রমিকেরা

ধর্মঘটের প্রথমদিনে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলেও সোমবার নারায়ণগঞ্জের পরিস্থিতি ছিল শান্ত। গণপরিবহন না চললেও নারায়ণগঞ্জের কোথাও শ্রমিকদের অবস্থান করতে দেখা যায়নি। ঘটেনি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা। জলকামান ও বিভিন্ন ধরনের সাজোয়া যানসহ পুলিশ প্রশাসনকে টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্পটে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ। নারায়ণগঞ্জ-কমলাপুর রুটে চলাচলরত ট্রেনে ছিল উপচেপড়া ভীড়। ছোট আকারের যানবাহনে কয়েকগুন অতিরিক্ত ভাড়া গুনে কর্মস্থলে যেতে হয়েছে যাত্রীদের।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম বলেন, সোমবার নারায়ণগঞ্জের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি ছিল সম্পূর্ণই শান্ত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১