আপডেট : ২৯ October ২০১৮
কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামে ডাকাতিয়া নদীর উপর নির্মিত আকদিয়া ব্রিজের পিলার ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ। যে কোন মুহুর্তে ব্রিজটি ভেঙে হতাহতের আশঙ্কা করেছেন স্থানীয়রা। বিশেষ করে ব্রিজের নিচে লোহার পিলারগুলো জং ধরে নষ্ট ও একটি ভেঙে যাওয়ার পর আতঙ্ক নিয়ে সকলেই ব্রিজ পার হন। গুণবতী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আরেফিন, মৌসুমী আক্তার, গুণবতী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইকবাল হোসেনসহ শিক্ষার্থীরা জানায়, ‘ডাকাতির নদীর উপর নির্মিত আকদিয়া ব্রিজটির পিলার ভেঙে গেছে। প্রতিদিনই ঝুঁকি নিয়ে ব্রিজ পার হতে হয়। ব্রিজটি ভেঙে পুনরায় নির্মাণের ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি’। এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি-বড় ধরনের দুর্ঘটনার আগেই ব্রিজটি ভেঙে পুনরায় নির্মাণ করা হোক। স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রহমান বলেন, ‘এক বছর আগে শুনেছি, ব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। কিন্তু এখন কোন তৎপরতা দেখা যাচ্ছে না। উর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্রিজটির অবস্থা সম্পর্কে জানানো হবে’।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দিয়ে গুণবতী ইউনিয়ন ও ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মানুষ দেশের বিভিন্নস্থানে যাতায়াত করে। প্রতিদিনই ব্রিজের উপর দিয়ে শত শত সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস ও মালবাহী গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। আকদিয়া, বান্দেরজলা, বাকগ্রামসহ কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে পার হয়ে গুণবতীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা যায়। কিন্তু ব্রিজের মাঝের পিলারটি জং ধরে ভেঙে যাওয়ায় শুন্যের উপর দাঁড়িয়ে আছে। অন্য পিলারগুলোও নড়েবড়ে অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে সোমবার গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ ভুঁইয়া খোকন বলেন, ‘ইঞ্জিনিয়ার এসে ব্রিজটি দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে। কর্তৃপক্ষ শিগগিরই ব্রিজটি পুনরায় নির্মাণ বা সংস্কারের অনুমোদন দিবে বলেও তিনি আশা প্রকাশ করেন’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১