আপডেট : ২৯ October ২০১৮
দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলা। বিদেশি সংস্কৃতির ডামাডোলে হারাচ্ছে দেশীয় সংস্কৃতি। এসব সংস্কৃতি ধরে রাখতে নরসিংদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কামাল মাস্টার স্মৃতি সংঘের আয়োজনে গত শনিবার বিকালে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কারের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন একদুয়ারিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান নিটুল। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত হয়। প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঘোড়দৌড়ে অংশ নিতে নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট থেকে ঘোড়া নিয়ে হাজির হয় প্রতিযোগীরা। তিনটি গ্রুপে ভাগ হয়ে লড়াইয়ের জন্য মাঠে নামে ১৬টি ঘোড়া। জয়ের লক্ষ্যে প্রতিযোগীদের অদম্য চেষ্টা ও ঘোড়ার ক্ষিপ্ত দৌড় উপভোগ করে উপস্থিত দর্শকরা। খেলা শেষে ঘোড়া চালকদের মধ্য থেকে বিজয়ীকে একটি টেলিভিশন প্রদান করা হয়। খেলার আয়োজক আবদুল কাদির মৃধা বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা ও দর্শকদের আনন্দদানের জন্যই ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা। মনোহরদী একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান নিটুল বলেন, এই খেলাটা আমাদের গ্রামবাংলার একটা ঐতিহ্যবাহী খেলা। এই খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। এই খেলাটা যদি গ্রামের প্রতিটি এলাকায় আয়োজন করা হয় তাহলে যুবসমাজ নেশা ছেড়ে খেলার মাঠে ধাবিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১