বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০১৮

ভিশন থিয়েটারের ১৭ বছরপূর্তি

১৭ বছরপূর্তিতে কেক কাটা হচ্ছে সংগৃহীত ছবি


প্রতিষ্ঠার ১৭ বছরপূর্তি উদযাপন করল ভিশন থিয়েটার। শনিবার বিকালে নাট্যজনদের উপস্থিতিতে আড্ডা ও ওয়ার্কশপের মাধ্যমে দিনটি উদযাপন করে নাটকের এ দলটি। সেখানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক মহাসচিব আখতারুজ্জামান, নাট্য নির্দেশক গোলাম শাহরিয়ার সিক্ত ও নাট্যাভিনেত্রী বন্যা মির্জা।

মাহমুদ আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিশন থিয়েটারের পরিচালক শেখ শাফায়েতুর রহমান। আরো বক্তব্য দেন শাকির হোসেন, কবির লিটন, ফকির বিপ্লব প্রমুখ।

বক্তারা বলেন, দেশের চলমান সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে। নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় আরো কার্যকরী ভূমিকা রাখতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে এক দিকে দেশের হাজার বছরের চলমান সংস্কৃতি যেমন এগিয়ে নেওয়া সম্ভব, তেমনি মাদকসহ নানা ধরনের নেতিবাচক প্রভাব থেকে প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

তারা বলেন, থিয়েটারের মাধ্যমে বাস্তবের প্রতিচ্ছবি তুলে ধরতে হবে। তাতে করে থিয়েটার আরো জীবনঘনিষ্ঠ বিনোদন মাধ্যম হিসেবে সাধারণের কাছে পরিচিতি পাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১