বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০১৮

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে যশোরে গ্রেফতারি পরোয়ানা

ব্যারিস্টার মইনুল হোসেন সংগৃহীত ছবি


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে যশোরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারম্যান লাইজু জামান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে মামলাটি করেন। অভিযোগটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক ।

একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের নামে ৯ কোটি টাকার এ মানিহানির মামলা করা হয়।

মামলার আইনজীবী ইদ্রিস আলী জানান, ব্যারিস্টার মইনুল হোসেন গত ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন ৭১টিভির একটি টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলেন। যার মাধ্যমে তিনি সারাদেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করেছেন। এতে মামলার বাদী একজন নারী নেত্রী হিসেবে অসম্মানিত বোধ করছেন এবং ক্ষুব্ধ হয়েছেন। যে কারণে তিনি ৯ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১