বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০১৮

ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক

মার্কিন ডলার সংগৃহীত ছবি


ডলারের বাজার স্থিতিশীল রাখতে তফসিলি ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংকের চাহিদার বিপরীতে সাড়ে তিন কোটি ডলার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে, চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২৯ কোটি ডলার তারা বিক্রি করেছে, যার সিংহভাগই চলতি মাসে বিক্রি হয়েছে। এর বিপরীতে তুলে নেওয়া হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। এর মধ্যে গত জুলাইতে বিক্রি করা হয় ১১ কোটি ডলার। বাকি ১৮ কোটি ডলার বিক্রি করা হয়েছে চলতি অক্টোবর মাসে। গত অর্থবছরে বিভিন্ন ব্যাংকের কাছে ২৩১ কোটি ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক ১৯ হাজার কোটি টাকা তুলে নিয়েছিল। নির্বাচনের আগে পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাইরে থেকে ব্যাপক পণ্য আমদানি করতে হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দায় পরিশোধ বাড়ার কারণে ডলারের ওপর অক্টোবরে বাড়তি চাপ তৈরি হয়েছে। আগে নেওয়া বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়েও অনেক ডলার খরচ হচ্ছে। সব মিলিয়ে ডলারের চাপ সামলাতে হিমশিম খেয়ে এখন চাপে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ২০১৬ সালের জুন শেষে রিজার্ভ ছিল তিন হাজার ৩৪৯ কোটি ডলার। এরপর আর তা বাড়েনি, বিপরীতে কমে এখন ৩ হাজার ২০৪ কোটি ডলারে নেমেছে।  

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১