আপডেট : ২৮ October ২০১৮
বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন রম্য-বিদ্রূপাত্মক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’। খায়রুল বাবুইয়ের প্রযোজনায় অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করেন আবু হেনা রনি। অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কর্ণিয়া। কর্ণিয়ার সঙ্গে ছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কমর উদ্দিন আরমান। অনুষ্ঠানে অংশ নিয়ে কর্ণিয়া একটি শপথ করেছেন। সেটি হলো এখন থেকে স্টেজ বা টেলিভিশন অনুষ্ঠান যেখানেই হোক, গান পরিবেশনের আগে অবশ্যই সংশ্লিষ্ট গানের গীতিকার, সুরকার এবং মূল শিল্পীর নাম উল্লেখ করবেন কর্ণিয়া। ‘টক মিষ্টি ঝাল’ অনুষ্ঠানটির এবারের পর্বের বিষয় সাজানো হয়েছে গান নিয়ে। অনুষ্ঠানটির টক-বক, মি. মিষ্টি ও ঝালাইবাজ সেগমেন্টে নকল গান, ইউটিউব ভিউ নিয়ে প্রতিযোগিতা, কপিরাইট ইত্যাদি বিষয় নিয়ে নানাভাবে ব্যঙ্গ করা হয়েছে। আজ রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১