আপডেট : ২৬ October ২০১৮
শিশুদের বিজ্ঞান-শিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তোলা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য– Education and Development Foundation - (এডুকো) সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য নবোদয় হাউজিং, মোহাম্মদপুরে একটি আন্তঃস্কুল বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এতে ঢাকা ও নারায়ণগঞ্জের ২৩ টি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অংশ নেন। (এডুকো) কর্তৃক পরিচালিত, ঢাকা ও নারায়ণগঞ্জ আরবান এলাকায় ১৯টি স্কুলে অধ্যায়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। এ মেলার মূল লক্ষ্য ছিল শিশুদের বিজ্ঞান-শিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তোলা, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখতে সহায়ক হবে। উক্ত বিজ্ঞানমেলার কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান অতিথি জনাব কে এম ওয়াদুদ বলেন, সমাজের এই সুবিধাবঞ্চিত শিশুরা অদম্য সাহসী, তারা কাজের ফাঁকে ফাঁকে পড়ালেখা করে, বিজ্ঞান শিক্ষার আগ্রহ নিয়ে মেলায় আসছে। এডুকোর মত প্রতিষ্ঠান সরকারের মানসম্মত শিক্ষা উদ্যোগকে এগিয়ে নিতে বিজ্ঞানমেলা আয়োজনের মাধ্যমে সহায়তা করছে, আশা করি এই র্কাযক্রম অব্যাহত থাকবে। মেলায় উপস্থতি অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্প সমূহের ভূয়সী প্রশংসা করনে। (এডুকো) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব জনি এম সরকার মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অবিভাবক, সমাজকর্মী, উন্নয়নকর্মী, জনপ্রতিনিধি ও সরকারের শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করনে। তিনি সবাইকে এই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান। শিশু অধিকার ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা (এডুকো) বাংলাদেশে শিশুদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য এই প্রথমবাররে মত বিজ্ঞান মেলার আয়োজন করছে। এডুকো কর্তৃক পরিচালিত বিদ্যালয়গুলোতে অধ্যায়নরত সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুরা এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে তাদের অধিকারগুলো সম্পর্কে সচেতন হতে পারে। পাশাপাশি তারা ন্যায়সঙ্গত একটি সমাজ বিনির্মাণে শিক্ষা, বিশেষ করে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব সম্পর্কে নিজেদের জ্ঞান বৃদ্ধি করার সুযোগ পায়। Educo বাংলাদেশের শিক্ষাকার্যক্রমের মাধ্যমে প্রতি বছর প্রায় ১৪,৯৮৩ শিশু এবং তাদের পরিবারের ও সমাজের এক বিশাল অংশ এই বিজ্ঞান শিক্ষাকার্যক্রমের সাথে যুক্ত হতে পারে। উল্লেখ্য যে, এডুকো বাংলাদেশে সর্বমোট ৪৪ টি শিশু বিকাশ কেন্দ্র (ইসিডি), ৩৫টি প্রাথমিক বিদ্যালয় (৫টি কর্মজীবি শিশু শিক্ষা প্রতিষ্ঠান সহ) গাজিপুর জেলার কালিগঞ্জে, ময়মনসিংহ জেলার ভালুকা এবং ঢাকা ও নারায়নগঞ্জ এলাকায় পরিচালনা করে থাকে। এছাড়া ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুনগতমান উন্নয়নে সহযোগিতা করে থাকে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনাব কে এম আব্দুল ওয়াদুদ। উক্ত বিজ্ঞানমেলায় বিশেষ অতিথি হসিবে উপস্থিত ছিলেন এস এম জাহদিুল ইসলাম (ডিরেক্টর-চন্দ্রনড়ি রিয়াল এস্টটে লিমিটেড), মোসাম্মৎ খালেদা আকতার (থানা শিক্ষা অফিসার, মোহাম্মদপুর), রওশন আরা , (এডুকো) বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর জনাব জনি এম সরকার ও সিনিয়র র্কমর্কতাবৃন্দ, সরকাররে শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধিগন উপস্থিত থেকে মেলারবিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্প ও কার্যক্রম পরিদর্শন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১