বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৮

শায়েস্তাগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

মৃত মামুন মিয়া ছবি : বাংলাদেশের খবর


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে ওলিপুরের আব্দুল আহাদ মিয়ার বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত স্েদহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৃত মামুন সদর হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মৃত নূর আলীর ছেলে এবং উপজেলা কৃষক লীগ সভাপতি জামাল সর্দারের ছোট ভাই।

নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া জানান, মামুন মিয়া ওলিপুরে প্রাণ আরএফএল গ্রুপে কর্মরত ছিলেন। নিজামপুরের বাড়ি থেকে গিয়ে অফিস করতেন। তবে প্রায়ই ওলিপুরের ওই বাসাটিতে তার বন্ধুদের নিয়ে রাত্রী যাপন করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতেও একজন সহকর্মীসহ দুইজনকে নিয়ে ওই বাসায় রাত্রী যাপন করেন। শুক্রবার সকালে স্থানীয় একজন লোক মামুনের মরদেহটি বাসার গেটে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মামুনের জিহ্বায় কামড় দেয়া অবস্থায় ছিল।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়াতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা সম্ভব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১