বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৮

তথ্যপ্রযুক্তি মামলায় রিমান্ডে আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী


তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফিউদ্দিনের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২১ অক্টোবর এ মামলার জামিন বাতিল করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। মামলার এজাহারে খসরুর বিরুদ্ধে নাশকতার উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত ৪ আগস্ট মুঠোফোন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। ভাইরাল হওয়া ওই ক্লিপে এক ব্যক্তিকে অপর প্রান্তের নওমী নামের এক ব্যক্তিকে আন্দোলনে মানুষ নিয়ে যোগ দিতে বলতে শোনা যায়।

বাদী দাবি করেন, নওমীকে আন্দোলনে নামতে বলা ব্যক্তির কণ্ঠস্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীর। সে কারণে তাকে মামলার আসামি করা হয়। মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নেন আমীর খসরু। জামিনের মেয়াদের মধ্যে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১