বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৮

ড. কামালের সঙ্গে থাকতে চান কাদের সিদ্দিকী

ড. কামাল ও কাদের সিদ্দিকী সংরক্ষিত ছবি


জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া ৭ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন কাদের সিদ্দিকী। ড. কামাল হোসেনের সঙ্গে একসঙ্গে চলতে চান বলেও জানান তিনি। 

কাদের সিদ্দিকী বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল। সরকার জাতীয় ঐক্যের জনপ্রিয়তায় ভীত বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া ড. কামাল হোসেনকে শুভকামনা জানিয়েছেন কাদের সিদ্দিকী।

এর আগে রাত ৮টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। তবে বৈঠক সূত্র জানিয়েছে, দুই শীর্ষ নেতা একান্তে বৈঠক করেছেন। এ সময় ফ্রন্টে যোগ দেওয়ার জন্য ড. কামাল হোসেন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে অনুরোধ জানালে তাতে সম্মতি জানান কাদের সিদ্দিকী।

বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন তার দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার। অন্যদিকে ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক আ অ ম শফিক উল্লাহ।

বৈঠকের আগে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ড. কামাল হোসেনের আমন্ত্রণে দলের সভাপতিসহ তারা এসেছেন।

বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নিয়ে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। ঐক্যফ্রন্ট গঠনের পর তারা সিলেটে সমাবেশ করেছেন গত ২৪ অক্টোবর। এতে যোগ দেননি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে ফ্রন্টের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে ফ্রন্টে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ড. কামাল হোসেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১