আপডেট : ২৬ October ২০১৮
দূরে থাকা বিএনপির বেশ কিছু সাবেক নেতাকে দলে ফিরিয়ে আনা হয়েছে, যারা বিগত এক-এগারোর সময় দল থেকে দূরে সরে গিয়েছিলেন। বিভিন্ন মহলে এরা সংস্কারপন্থি হিসেবেও পরিচিত। গতকাল বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাবেক এসব নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, সাবেক হুইপ আবু ইউসুফ মো. খলিলুর রহমান, আবু হেনা জিএম সিরাজ, সরদার সাখাওয়াত হোসেন বকুল, নজির হোসেন, ডা. জিয়াউল হক মোল্লা, আতাউর রহমান আঙ্গুর, ইলেন ভুট্টো, শফিকুল ইসলাম তালুকদার, শহিদুল আলম তালুকদার ও জহির উদ্দিন স্বপন। বৈঠকের পর বিএনপির দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়- বিএনপি চেয়ারপারসন ও কারাবন্দি খালেদা জিয়া দলকে সময়োপযোগী ও ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপিসহ সব গণতন্ত্রকামী দল ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই প্রেক্ষাপটে বিএনপি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। যার অংশ হিসেবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে চলমান জাতীয় সঙ্কট, খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সব নির্যাতিত নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার এবং জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। দলের পক্ষ থেকে মহাসচিব কালবিলম্ব না করে সবাইকে পূর্ণমাত্রায় সক্রিয় হয়ে দলকে শক্তিশালী করার এবং সব কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানান। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী নেতাদের সঙ্গে এ ধরনের বৈঠক অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১