আপডেট : ২৬ October ২০১৮
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে নিজের ব্যাটিং ঝলক দেখালেন মুমিনুল হক। তার সেঞ্চুরিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। তারা ঢাকা বিভাগকে হারিয়েছে ৮ উইকেটে। এদিকে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩ রানের নাটকীয় জয় পেয়েছে সিলেট বিভাগ। একইভাবে মাত্র ৫ রানে নাটকীয়ভাবে রংপুর বিভাগ জিতেছে বরিশালের বিরুদ্ধে। আর খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। কক্সবাজারে ২০২ রানের লক্ষ্যে নেমে চট্টগ্রাম তৃতীয় দিনের খেলা শেষ করে ২ উইকেটে ১১৩ রানে। ৬২ রানে মুমিনুল ও ৪৬ রান নিয়ে তাসামুল হক গতকাল ক্রিজে নামেন। চতুর্থ দিন সকালের সেশনেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। ১০২ বলে ১০ চার ও ২ ছয়ে ১০০ রান করা মুমিনুল অপরাজিত ছিলেন ১১১ রানে। ৫৯ বলে হাফসেঞ্চুরি করেন তাসামুল। মুমিনুলের সঙ্গে ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে তিনি খেলেন ৮৯ রানের দ্বিতীয় সেরা ইনিংস। শেষদিন দলকে জেতাতে তারা সময় নিয়েছেন ১৮.৪ ওভার। ২ উইকেটে ২০৫ রান করে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া নাঈম হাসান ম্যাচ শেষ করেছেন ১১ উইকেট শিকার করে। ম্যাচসেরার পুরস্কার উঠেছে চট্টগ্রামের এই ১৭ বছর বয়সী ডানহাতি অফস্পিনারের হাতে। রাজশাহীতে হয়ে গেল উত্তেজনায় ঠাসা এক ম্যাচ। খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩ রানের নাটকীয় জয় পেয়েছে সিলেট। সিলেটের বিপক্ষে ঢাকা মেট্রোর লক্ষ্য ছিল ১৯৭ রানের। ১ উইকেটে ২৮ রানে শেষ দিন মাঠে নামে তারা। কিন্তু সিলেটের বোলাররা শুরুতে চাপে ফেলেন তাদের। বিশেষ করে খালেদ সকালের সেশনে তিনটি উইকেট নিয়ে মেট্রোকে ধাক্কা দেন। ১১৯ রানে পঞ্চম ব্যাটসম্যান হারানো দলটিকে টেনে তোলেন সাদমান ইসলাম ও জাবিদ হোসেন। ৫ উইকেটে ১৩৯ রানে প্রথম সেশন শেষ করে মেট্রো। কিন্তু দ্বিতীয় সেশনে আরেকটি ধাক্কায় ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। যদিও সাদমান-জাবিদের পঞ্চাশ ছাড়ানো জুটিতে জয়ের সুবাস পাচ্ছিল মেট্রো। কিন্তু লক্ষ্য থেকে ১৯ রান দূরে থাকতে সাদমানকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন এনামুল হক জুনিয়র। ৫৯ রানের জুটি গড়ে আউট হন মেট্রোর এ ওপেনার। ৭২ বলে ৫০ রান করা সাদমান থামেন ৭৮ রানে। তার ৯২ বলের ইনিংস সাজানো ছিল ১০টি চারে। তারপর জাবিদ একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা একে একে বিদায় নিতে থাকেন। খালেদ পর পর দুই ওভারে দুটি উইকেট নেন। ৮ রানের ব্যবধানে মেট্রো শেষ ৪ উইকেট হারিয়ে জয় হাতছাড়া করে। তাতে সিলেট পায় ৩ রানের শ্বাসরুদ্ধকর জয়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন খালেদ। ১৪.২ ওভারে ৫৪ রান দেন এই মিডিয়াম পেসার। এনামুল ও এবাদত হোসেন পান দুটি করে উইকেট। অপর এক ম্যাচে রংপুর ৫ রানের নাটকীয় জয় পেয়েছে বরিশালের বিপক্ষে। ম্যাচে রংপুর তাদের দুই ইনিংসে ১৪৭ ও ২২৯ এবং বরিশাল ১৪৭ ও ২২৪ রান করে। খুলনার ম্যাচে স্বাগতিকরা দুই ইনিংসে ৩০৯ ও ১৫৮ রান করে। আর রাজশাহী প্রথম ইনিংসে ৪৩১ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩৭ রান করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১