বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০১৮

জীবনের জেগে ওঠো ছাত্রলীগ


বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে, ছাত্রলীগকে জেগে ওঠার আহ্বান জানিয়ে, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে প্রকাশ হতে যাচ্ছে ‘জেগে ওঠো ছাত্রলীগ’ শিরোনামের একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক সম্পাদক জীবন খান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহম্মদ।

এ প্রসঙ্গে জীবন খান বলেন, ‘গানটি অনেক সময় নিয়ে যত্ন করে করার চেষ্টা করেছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে। সবার ভালো লাগলেই আমার এই গানের পেছনে দেওয়া শ্রম সার্থক হবে।’ তিনি আরো, জানান শিগগিরই গানটির অডিও ভার্সন ইউটিউবে লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ করা হবে।

২০১৪ সালে জীবন খানের প্রথম একক অ্যালবাম ‘জীবন জুড়ে তুমি’ প্রকাশিত হয়। ২০১৬ সালের শেষ দিকে জীবন খানের কথা ও সুরে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মায়া ডোরে’। এই অ্যালবামের ‘হয়ে গেলে পর’ গানটির মিউজিক ভিডিও বেশ আলোচনার জন্ম দিয়েছিল। পরে জীবন খান প্রকাশ করেছেন একাধিক মিক্সড অ্যালবাম। বর্তমানে তিনি রাজনীতির পাশাপাশি নতুন গান নিয়েও ব্যস্ত রয়েছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১