বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০১৮

সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

স্কুল ভর্তি নীতিমালার খসড়া চেয়েছে মন্ত্রণালয়

লোগো শিক্ষা মন্ত্রণালয়


বেসরকারি স্কুল অথবা স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির বিষয়ে খসড়া নীতিমালা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই খসড়া নীতিমালাকে চূড়ান্ত করার জন্য ৩০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সভা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদফতরে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) গতকাল বুধবার এক সভায় ২০১৯ সালের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি পরীক্ষা ও লটারির সময় নির্ধারণ করেছে। আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা (দ্বিতীয় থেকে নবম শ্রেণি) ও ২৩ ডিসেম্বর প্রথম শ্রেণির লটারি অনুষ্ঠিত হবে। ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন কার্যক্রম চলবে। এর আগে মাউশিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ২০১৯ সালে বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজগুলোতে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির জন্য ‘বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০১৮’ প্রণয়ন করা প্রয়োজন। অধিদফতরের মহাপরিচালককে তিন কর্মদিবসের মধ্যে বেসরকারি স্কুল/স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০১৮’-এর খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। এই খসড়া নীতিমালা নিয়ে ৩০ অক্টোবর বিকাল ৩টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে সভা হবে। অধিদফতর থেকে ২০১৯ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল অথবা স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-১৮ এর খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানোর পর সেটি চূড়ান্ত করা হবে। ২০১৯ শিক্ষাবর্ষে গতবারের মতো এবারো মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে ‘এ’, ‘বি’ ও ‘সি’- এ তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। ‘এ’ ক্যাটাগরিতে ১৩টি, ‘বি’ ক্যাটাগরিতে ১২টি ও ‘সি’ ক্যাটাগরিতে ১২টি বিদ্যালয় রয়েছে।

এদিকে গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা’ সংক্রান্ত এক সভা শেষে মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক আবদুল মান্নান বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিক্রি শুরু হবে। ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম পাওয়া যাবে। ভর্তি ফরমের দাম ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক মোবাইলের মাধ্যমে এই টাকা পরিশোধ করতে হবে। ২৩ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তি লটারি হবে। সেদিন বিকালেই ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তিনি বলেন, গতবারের মতো এবারো মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ১৩টি বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর, ‘বি’ ক্যাটাগরিতে ১২টি, ১৮ ডিসেম্বর ও ‘সি’ ক্যাটাগরিতে ১২টি ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। তিনি আরো বলেন, ঢাকা মহানগরের সব বিদ্যালয়ের শূন্য আসনের তালিকা চাওয়া হয়েছে। শূন্য আসনের তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই করা হবে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশনা জারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

ঢাকার বাইরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই সময়ে লটারি ও ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। তবে জেলা পর্যায়ে কেউ চাইলে দুই বা তিন দিন আগেপরেও করতে পারবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১