বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০১৮

কম খরচে ভ্রমণ গন্তব্যের শীর্ষ দশে বাংলাদেশ

বান্দরবানের সাঙ্গু নদী সংগৃহীত ছবি


কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে/ এমন ধানের ওপর ঢেউ খেলে যায়, বাতাস কাহার দেশে- বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কবির এই বর্ণনা পৃথিবীর অন্য কোনো দেশের ক্ষেত্রেই মেলে না। তাই হয়তো অপার সুন্দরের দেশটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছরই আসেন লাখো পর্যটক। তবে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে টানলেও বেড়ানোর ক্ষেত্রে খরচাও বড় বিষয় পর্যটকদের কাছে। গন্তব্যে যাওয়া-আসা বা থাকা-খাওয়ায় কত খরচ হবে, অনেকের কাছে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তবে লোনলি প্লানেট ডটকম নামের একটি ওয়েবসাইট এমন একটি তথ্য প্রকাশ করেছে, যার কারণে আন্তর্জাতিক পর্যটকদের পছন্দের তালিকায় আরো সহজেই ঢুকতে পারবে বাংলাদেশ। ২০১৯ সালে কম পয়সায় ভ্রমণের শীর্ষ ১০টি গন্তব্যের তালিকা তৈরি করেছে বিশ্বের বৃহত্তম ভ্রমণ গাইড প্রকাশক লোনলি প্লানেট। তাদের এবারের তালিকার সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ। আর শীর্ষে আছে মিসরের সাউদার্ন নিল ভ্যালি।

ওয়েবসাইটটিতে বাংলাদেশের বিষয়ে বলা হয়েছে, বিশ্বের অষ্টম জনবহুল দেশটি বৈচিত্র্যে ভরপুর। একেকটি শহর একেক রকম। আছে এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, আছে সুন্দরবন জাতীয় উদ্যান। এ ছাড়া আছে ষাটগম্বুজ মসজিদ, পাহাড়পুরের বৌদ্ধবিহারের মতো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান। বাংলাদেশ সব দেশের পর্যটকদের জন্যই খুব সস্তার ভ্রমণ-গন্তব্য। সেখানে পর্যটকদের জন্য সব মিলিয়ে যা অপেক্ষা করছে, অন্য কোনো দেশেই তেমনটা নেই।

লোনলি প্লানেটের ওই তালিকার শীর্ষ দশে এশিয়ার দ্বিতীয় দেশে হিসেবে আছে মালদ্বীপ। দেশটির বিষয়ে বলা হয়েছে, দ্বীপটিতে থাকা-খাওয়া বেশ সস্তা। বিশেষ করে যেসব দ্বীপে কম রিসোর্ট রয়েছে, যেখানে মূলত স্থানীয়রা তাদের নিজ বাড়ির গেস্টহাউজ ভাড়া দেন, যেখানে মালদ্বীপের সাংস্কৃতিক পরিবেশের মধ্যে পর্যটকরা রাত কাটাতে পারেন।

তালিকার শীর্ষে থাকা সাউদার্ন নিল ভ্যালি সম্পর্কে বলা হয়েছে, মিসরের সাউদার্ন নিল ভ্যালিতে গেলে বিশ্বের অনেক পুরনো ইতিহাস আপনার সামনে উন্মোচিত হবে। দ্বিতীয় স্থানে থাকা পোল্যান্ডের ওজ শহর সম্পর্কে বলা হয়েছে, শহরটির খুব দ্রুত পরিবর্তন ঘটছে। শহরে আছে পুরনো কল-কারখানা, বৈচিত্র্যময় সংস্কৃতি আর পরিবর্তনশীল বিনোদনের স্থান।

লোনলি প্লানেটের ওই তালিকায় আছে যুক্তরাষ্ট্রের গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক, জাদুঘরের শহর খ্যাত হিউস্টন। আছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, আর অ্যামাজন অরণ্য এবং প্রশান্ত মহাসাগর পাড়ের দেশ ইকুয়েডর।

ইউরোপের দেশগুলোর মধ্যে আছে আলবেনিয়া। সেটি সম্পর্কে বলা হয়েছে, দারুণ কিছু সমুদ্রসৈকত, প্রত্নতাত্ত্বিক স্থানের পাশাপাশি হাইকিং করার জন্য আছে ছোট ছোট পাহাড়। আর তালিকায় থাকা ওই অঞ্চলের আরেকটি দেশ স্লোভানিয়া সম্পর্কে বলা হয়েছে, অল্প খরচে ইউরোপের সবকিছু যদি কেউ একটি জায়গায় দেখতে চায়, তার জন্য আদর্শ স্থান হলো এই দেশটি। যে কোনো আলপাইন দেশগুলোর চেয়ে এই দেশটি অনেক সস্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১