বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৮

ভোলায় ১৫ জেলের এক বছর করে কারাদণ্ড

ভোলায় ইলিশ শিকারের অভিযোগে আটক জেলেরা ছবি: বাংলাদেশের খবর


নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অভিযোগে ভোলা সদর ও মনপুরায় ১৫ জেলেকে আটক করেছে কোষ্টগার্ডের নেতৃত্বে উপজেলা প্রশাসনের যৌথ টিম। বুধবার  ভোর রাত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে ১২ জেলেকে আটক করা হয়।  সেই সঙ্গে চার হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।  আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ গরীব ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।  কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার নুরুজ্জামান শেখ জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এই অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমের কারণে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যস্ত মেঘনা তেতুলিয়ায় ইলিশ ধরা, জাল ফেলা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

অন্যদিকে ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁর নেতৃত্বে কোস্টগার্ডের একটি টীম। এই সময় তাদের কাছে ৮৮ পিস ইলিশ, চার হাজার মিটার জাল ও একটি মাছ ধরার নৌকা আটক করা হয়। জব্দকৃত মাছ গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

আটক জেলেরা হলেন- শাহাবুদ্দিন মাঝি, মো. আলাউদ্দিন, মো. নুর হোসেন। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া গ্রামে। 

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল আজিজ ভূঞা আটককৃত তিন জেলেকে মৎস্য আইনে একবছর করে কারাদণ্ড দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১