বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৮

ফেঞ্চুগঞ্জে ইয়াবা সহ আটক ২

অাটককৃত ইয়াবা ব্যবসায়ী রুজেল মিয়া (২২) ও শাহ মোঃ মাহফুজুর রহমান (২১) ছবি : বাংলাদেশের খবর


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর নয়াবাজার এলাকা থেকে ইয়াবা বিক্রয়কালে পুলিশের হাতে আটক হন ২ ইয়াবা বিক্রেতা।

গত মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোঃ খালেদ চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

অাটককৃত ইয়াবা ব্যবসায়ী ফরিদপুর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র রুজেল মিয়া (২২) ও একি গ্রামের নুরুল ইসলাম এর পুত্র শাহ মোঃ মাহফুজুর রহমান (২১)। ইয়াবা বিক্রি করা কালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যপারে তাদের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ওসি (তদন্ত) মোঃ খালেদ আহমেদ চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। ফেঞ্চুগঞ্জ এলাকাকে সম্পুর্ণ মাদক মুক্ত করার ঘোষণা ব্যক্ত করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১