আপডেট : ২৪ October ২০১৮
টেকনাফে মুফিজ আলম নামের এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ অক্টোবর) ভোর ৫ টার দিকে টেকনাফ মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ এলাকা হতে লাশ উদ্ধার করা হয়। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লেদা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। এ সময় ৫ টি এলজি, ২০ রাউন্ড গুলি ও ৫ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, ভোররাতে খবর আসে যে, মেরিন ড্রাইভ সড়কে দু’পক্ষের মধ্যে গুলাগুলি চলছে। এমন খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এ সময় এক যুবককে মাটিতে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। পুলিশ উক্ত যুবককে উদ্ধার করে টেকনাফ হাসাপাতালে নেওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। টেকনাফ মডেল থানার এস আই মশিউর জানান, নিহত মুফিজ আলম চিহ্নিত ইয়াবার পাচারকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা হয়েছে। টেকনাফ মডেল থানার এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দুটি করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১