বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০১৮

মা ইলিশ রক্ষা অভিযান

চাঁদপুরে ২১ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ২১ জেলের কারাদণ্ড প্রতীকী ছবি


চাঁদপুরে মা ইলিশ ধরার অপরাধে ২১ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে তাদেরকেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ২১ জেলের মধ্যে ১০ জনকে ১ বছর ও ১১ জনকে ১০ দিন করে কারদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী।

১ বছরের সাজাপ্রাপ্তরা হলো চাঁদপুরের মফিজুল ইসলাম, জহির, মান্নান, মো: আকতার, মো: সফিক, শুক্কুর আলী দেওয়ান, মো: মানিক জমাদার, ইবু দেওয়ান, হুসাইন হালদার, শাহাদাত হোসেন বন্দুকসী।

অপরদিকে ১০ দিনের সাজাপ্রাপ্তরা হলো মুন্সিগঞ্জ জেলার চিত্তনিয়া উপজেলার জহির খালাসী, আলমগীর, মো: সাইদুল, মো: জাকির, মো: এয়ার হোসেন, মো: শাহজাহান, মো: শরীফ, মো: শাহআলম।

এ ছাড়াও মা ইলিশ ধরার অপরাধে ৩ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন মো: ওসমান গণি, বিনয় বর্মন. মো: সুমন। এ ছাড়াও ৬জন জেলের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ৮৮০০ মিটার জাল, ১১০ কেজি মা ইলিশ ও ৫টি নৌক জব্দ করা হয়। আটক মা ইলিশ বিভিন্ন এতিম খানায় এতিমদের জন্য বিলি করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন যথাক্রমে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরা মনি।

মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১